বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য মন্দির পাহারা ও হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে তাদের নিরাপত্তাদানের বিষয়ে আশ্বস্ত করছে নড়াইল জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে যাচ্ছেন।
ছাত্রদলের নেতারা এ কার্যক্রমের অংশ হিসেবে নড়াইল পৌরসভার মহিষখোলা, আলাদাতপুর, কুড়িগ্রাম, ভাদুলিডাঙ্গা, দূর্গাপুর ইত্যাদি এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে গিয়ে তাদের সাথে কথা বলেছেন এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করছেন।
এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, শহিদ জিয়ার আদর্শে উজ্জীবিত ছাত্রদল সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। সরকার পতনের পর আওয়ামী লীগের কিছু দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হিন্দু ভাইদের বাড়ি-ঘর ভাংচুর করে বিএনপির ওপর দোষ চাপিয়ে ভারতে উস্কে দিতে চাচ্ছে। ছাত্রদলের একজন কর্মী বেঁচে থাকতে, তাদের সে ষড়যন্ত্র কখনও সফল হবেনা।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের কেউ অনিরাপদ বোধ করলে আমাদের জানালে আমরা সাথে সাথে সেখানে উপস্থিত হবো।